দীর্ঘ বন্ধের পর ক্যাম্পাসে ফেরার অভিজ্ঞতা তো শিক্ষার্থীদের জন্য নতুন নয়। প্রায় দেড় বছর ক্লাসে পা না রাখতে পারলে কেমন লাগে, সেই অভিজ্ঞতাও তো দিয়ে গিয়েছিল করোনাকাল। তবে হ্যাঁ, এবারের ফেরাটা সত্যিই অন্য রকম। জুলাই জুড়ে দেশে যে গণ–অভ্যুত্থান হয়েছে, তাতে শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। মাস দুই আগেও হয়তো ক্যাম্পাসের আনাচকানাচে রাজনৈতিক আলাপ খুব একটা চোখে পড়ত না। এখন যেকোনো আড্ডায় কান পাতলেই বুঝবেন, ছেলেমেয়েরা বেশ রাজনীতিসচেতন। অনেক ভয়–শঙ্কা–রোমাঞ্চ পেরিয়ে, অনেকগুলো তাজা প্রাণ হারিয়ে নতুন করে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। নতুন শুরুর প্রত্যয়ে।