হাজীগঞ্জ উপজেলা ৪নং কালচোঁ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আগামী জাতীয় সংসদ নির্বাচনী কেন্দ্র কমিটির সদস্যদের নিয়ে গতকাল ১৭ অক্টোবর ২৫ রোজ শুক্রবার সকালে রামপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন সভাপতি ডাক্তার আবু সাঈদের সভাপতিত্বে সভা শুরু হয়।
নির্বাচনী কেন্দ্র কমিটি সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -০৫ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনিত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওঃ আবুল হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে বলেন জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে শিক্ষিত বেকার ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ব্যবসায়িকদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে,জামায়াতে-ইসলামী চাঁদাবাজি করবে না চাঁদাবাজি করতে দিবে না।
ইউনিয়ন জামায়াতে-ইসলামীর সেক্রেটারি মাওঃ শাহজাহান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির বি এম কলিম উল্লাহ ভুইয়া,নায়েবে আমির মাওলানা মোজাম্মেল হোসেন পরান মজুমদার।
আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওঃ মনির হোসেন, ইউনিয়নের সদস্য কাজী শাহজাহান, কাজী ইব্রাহিম শরীফ,আলমগীর হায়দার ও ইউনিয়ন নেতৃবৃন্দসহ সকল কেন্দ্রের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।