বৃহস্পতিবার , ফেব্রুয়ারি ১৩ ২০২৫

চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তারএই প্রতিপাদ্যে চাঁদপুরে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য ্যালি কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সার্কিট হাউস থেকে ্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবার উপপরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ আরও অনেকে।

আড্ডায় রাষ্ট্র গঠনে ভাতা, উপবৃত্তি নির্ধারণ, ক্যান্সারসহ নানান রোগাক্রান্ত ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি, মেধাবী, এসিডদগ্ধ, নদী ভাঙ্গন, শিশু পরিবারকে অনুদান, বাকশ্রবণপ্রতিবন্ধী, বেসরকারি এতিমখানা ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুযোগসুবিধা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।