চাঁদপুর সদর হাসপাতালের করোনার উপসর্গে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ২জনের মৃত্যু হয়েছে। তাদের নাম সমীর চন্দ্র (৪৩) ও আসমা আক্তার (৩২)। দু’জনের বাড়ি হাইমচরে।
চাঁদপুর সদর হাসপাতালের আরএমও ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, আসমা আক্তার সোমরাত রাতে করোনার উপসর্গ (শ্বাসকষ্ট) নিয়ে হাসপাতালে আসেন। অবস্থা গুরুতর দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেয়া হয়। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। সকালে তার স্যাম্পল নেয়া হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে।
এছাড়া মঙ্গলবার দুপুর ২টার দিকে করোনার উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আসেন সমীর চন্দ্র (৪২)। অবস্থা গুরুতর দেখে তাকে হাসপাতালের আইসোলেশনে ভর্তি দেওয়া হয়। সেখানে ভর্তি থাকা অবস্থায় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে এবং বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে।