ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং দক্ষিণ রুপসা ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে আজ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিল্লাল হোসেন মিয়াজী-এর নেতৃত্বে এক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
পথসভায় তিনি বলেন, “আমি জনগণের পাশে থাকতে চাই, দূর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনা আমার অঙ্গীকার।” তিনি আরও বলেন, ন্যায়, সততা ও সেবার মাধ্যমে ফরিদগঞ্জকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব, যদি সবাই এক হয়ে কাজ করে।
স্থানীয় ব্যবসায়ী, যুবক, কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ জনসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন। জনগণের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মাধ্যমে তিনি উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
পথসভা শেষে বিল্লাল হোসেন মিয়াজী জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ের মাধ্যমে “সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ” প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ফরিদগঞ্জ উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ ইউনুস, নায়েবে আমীর মাওলানা কফিলউদ্দিন, উপজেলা ওলামা বিভাগ সভাপতি মাওলানা আবু তাহের,উপজেলা অফিস সম্পাদক মাওলানা ইয়াহিয়া,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি শফিকুল ইসলাম সহ ইউনিয়ন ও উপজেলার নেতৃবৃন্দ। পথসভার সভাপতিত্বে করেন ১৬ নং দক্ষিণ ইউনিয়নের আমির মাওলানা ওমর ফারুক।
