বুধবার , সেপ্টেম্বর ১৮ ২০২৪

কচুয়া পৌর নির্বাচন: ৩ মেয়রসহ ৫৫ জনের মনোনয়নপত্র দাখিল

আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে শেষ দিন মনোনয়ন পত্র জমা দিয়েছে ৫৮ প্রার্থী। রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত কচুয়া উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহন করেন উপজেলা নির্বাচন অফিসার আবু বকর সিদ্দিকী।

মেয়র পদে ৩জন, সংরক্ষিত মহিলা আসনে ১০জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৫জন মনোনয়ন পত্র দাখিল করেছে। মেয়র পদে দলীয় মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন ও ধানের শীষ প্রতীক নিয়ে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব প্রাঞ্জল মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১নং আসনে- জোহরা খাতুন, ফেরদৌসী ও খুশিদা বেগম, ২নং আসনে- গাজী শাহীন, বিলকিছ আক্তার (১), রোকেয়া বেগম ও নারগিস আক্তার, বিলকিছ আক্তার(২) ৩নং আসনে- পারুল আক্তার, আমেনা আক্তার।

সাধারন কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে- নজরুল ইসলাম, শাহ্ আলম, রহমত উল্লাহ , আব্দুল কাদের, বিল্লাল হোসেন। ২নং ওয়ার্ডে- মো. ইউছুফ আলী, মো. মালেক, মো. মহসিন রেজা, তাজুল ইসলাম। ৩নং ওয়ার্ডে- গাজী কামাল, মাহারুন আল মিলি, মো. ইউছুফ, শাহ্ ইমরান,ফারুক হোসেন, আবদুল সালাম, শাহজাহান। ৪নং ওয়ার্ডে- ফয়েজ আহমেদ , জাহাঙ্গীর আলম, কামরুজ্জামান, আবু ছাইদ সোহাগ , হেলাল গাজী, দুলাল মোল্লা, জামাল হোসেন। ৫নং ওয়ার্ডে- আব্দুল মান্নান, শাহজাহান, আমিনুল ইসলাম, মো. আজাদ, মকবুল হোসেন। ৬নং ওয়ার্ডে- শাহআলম, মির্জা গোলাম মোরর্শেদ, এরশাদ প্রধান। ৭নং ওয়ার্ডে- কামাল হোসেন অন্তর, ইয়াছিন সম্রাট, সেন্টু মজুমদার , হুমায়ুন কবির। ৮নং ওয়ার্ডে – মো. আব্দুল মমিন, মাসুদ আলম, শরীফ আহম্মেদ, আবুল খায়ের। ৯নং ওয়ার্ডে- জাহাঙ্গীর আলম, হেদায়েত উল্লাহ্ মুন্সী, আমিনুল হক, মোস্তাফা কামাল, আবুল খায়ের ও হারুন মিয়া।

উল্লেখ্য, চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রæয়ারি কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।