বাংলাদেশ জামায়াতে ইসলামি কচুয়া উপজেলার ১২নং আশরাফপুর ইউনিয়নের উদ্যোগে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬মার্চ রবিবার বিকেলে জগতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মাজলিসে মুফাসসিরিন এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আবু নছর আশরাফী।
বাংলাদেশ জামায়াতে ইসলামী আশরাফপুর ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন পাটওয়ারীর সভাপতিত্বে ও ইউনিয়নের সেক্রেটারি চৌধুরী শাহজালাল সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মজলিসে শুরার সদস্য অধ্যাপক মারুফ আহমদ সুমন।