বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪

আজ আল আমিন একাডেমী এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সন্ধ্যা

আজ আল আমিন একাডেমী এলামনাই এসোসিয়েশনের সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার
ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ চাঁদপুর, আল আমিন একাডেমী এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে আল আমিন একাডেমীর ইতিহাস,ঐতিহ্য ও আদর্শেয় ধারাবাহিকতায় ইসলামি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আজ ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে ৪টায় থেকে শুরু হবে আল আমিন একাডেমীর প্রধান ক্যাম্পাসে এ অনুষ্ঠান।
আল আমিন একাডেমী এলামনাই এসোসিয়েশনের সদস্য নিয়ার্জ মোরশেদ বলেন, এ অনুষ্ঠানের উদ্দেশ্য : একাডেমির হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার এবং আগামী দিনে দেশের মানুষের কাছে একাডেমীর ইতিবাচক ভাবমূর্তি তৈরি।
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে প্রাক্তন একাডেমিয়ানরা খুব কষ্ট করে যাচ্ছে। বৃষ্টি মাথায় নিয়ে দাওয়াত কার্ড পৌঁছাচ্ছে, যাবতীয় আয়োজনের প্রস্তুতি নিতে গিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে।
অনুষ্ঠানে একাডেমির পুরুষ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী(ছাত্র), পুরুষ অভিভাবক, আল আমিন সোসাইটির নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা আমন্ত্রিত।
ছাত্রী ক্যাম্পাসের আয়োজন পরবর্তীতে সুবিধাজনক সময়ে আয়োজনের পরিকল্পনা রয়েছে।